
মঙ্গলবার ০৬ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টের আগে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে নেটে ব্যাটিং অনুশীলনে মনোনিবেশ করতে দেখা গেল ভারতীয় দলের তারকা ব্যাটার বিরাট কোহলিকে। প্রিয় ব্যাটারকে অনুশীলনে দেখে টানা স্লোগান দিচ্ছিলেন সমর্থকরা। ভক্তদের উচ্ছ্বাস ও করতালির মধ্যেও অনুশীলনে মন দিয়েছিলেন বিরাট। ঈশারা করে ভক্তদের নীরবতা বজায় রাখতে অনুরোধ করেন যাতে অনুশীলনে পুরোপুরি মনোযোগ দিতে পারেন। মঙ্গলবার নেটে হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণা এবং স্থানীয় এক বাঁ-হাতি পেসারের বলে অনুশীলন করেন কোহলি।
ব্যাটিংয়ে আত্মবিশ্বাসী ভঙ্গিতে প্রতিটি ডেলিভারিকে সামাল দেন তিনি। ক্রিজ থেকে একধাপ সামনে এসে ডিফেন্স এবং ব্যাক অফ লেন্থ ডেলিভারিগুলিকে ছেড়ে দেওয়ার কৌশল রপ্ত করেন। পরে রানা এবং প্রসিদ্ধের সঙ্গে কথা বলে তাদের বোলিংয়ের আদর্শ লাইন-লেন্থ নিয়ে পরামর্শ দেন। এক ক সময় আদর্শ সিনিয়রের ভূমিকাও পালন করেন তিনি। চলতি বর্ডার গাভাসকার ট্রফিতে পারথে প্রথম টেস্টে শতরান করেছিলেন কোহলি। কিন্তু তারপর থেকে আর ব্যাটে রান পাননি। ছ’ইনিংসে ৩০ গড়ে মোট ১২৬ রান করেছেন তিনি। দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে পরাজিত হওয়ার সময় দুই ইনিংসে কোহলির রান মাত্র ৭ এবং ১১।
তবে অধিনায়ক রোহিত শর্মা সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, ‘বিরাট কোহলি মর্ডান গ্রেট। ও ঠিক নিজের ফিরে আসার পথ খুঁজে পাবে’। এমসিজি বরাবরই কোহলির কাছে পয়া মাঠ। ২০১৪ সালের বক্সিং ডে টেস্টে তাঁর ১৬৯ রানের ইনিংস কাঁপিয়ে দিয়েছিল গোটা অস্ট্রেলিয়াকে। অন্যদিকে, পারথ টেস্টে অনুপস্থিত থাকার পর শুভমান গিল দলে ফিরেছিলেন অ্যাডিলেড এবং ব্রিসবেন টেস্টে। কিন্তু বক্সিং ডে টেস্টের আগে নেটে অনুশীলনের সময় মহম্মদ সিরাজের একটি বল গিলের ডান হাতে লাগে। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ফের ব্যাটিং শুরু করেন তিনি। এটাই ভারতীয় সমর্থকদের জন্য স্বস্তির খবর।
তিন তিনটে হার্নিয়ার ব্যথায় ইনজেকশন দিয়ে খেলতে হত, আরসিবিকে অকপট সাক্ষাৎকারে অজানা রহস্য ফাঁস সুয়াশ শর্মার
এটা কী সেলিব্রেশন? ছেলের বিশ্বসেরা গোলের পর গ্যালারিতে যা করলেন ইয়ামালের বাবা, দেখলে চমকে যাবেন
টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও চলছে পরীক্ষানিরীক্ষা, সৈয়দ মুস্তাক আলির সেঞ্চুরিয়ানকে ট্রায়ালে ডাকল সিএসকে
'বোলারদের প্রতি অবিচার হচ্ছে', পার্পল ক্যাপ নিয়ম নিয়ে প্রশ্ন তুলে কাদের কথা বললেন কাইফ?
'লামিন ইয়ামাল আর ব্যালন ডি অর', চ্যাম্পিয়ন্স লিগের ম্যাজিকের পর বড়সড় ঘোষণা করে দিলেন রিও ফার্দিনান্দ
ভাঙল ২০ বছরের সংসার, বিবাহ বিচ্ছেদ ঘোষণা মেরি কমের, ওড়ালেন পরকীয়া সম্পর্কের জল্পনাও
কার্গিল প্রসঙ্গ তুলতেই সোশ্যাল মিডিয়ায় ধাওয়ান-আফ্রিদি যুদ্ধ
ভিলেন ধীরজ, সুপার কাপ থেকে বিদায় মোহনবাগানের
ব্রাজিলের হেডস্যর হওয়া আর হচ্ছে না অ্যানচেলোত্তির, রিয়ালের ডাগ আউটেই থাকবেন ইতালীয় কোচ
এএফসি এশিয়ান কাপে ভারতের প্রতিপক্ষ হংকং, তার আগে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত, প্রতিপক্ষ কোন দেশ?